শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় শিক্ষকগণ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা,
আসসালামু আলাইকুম। আজ আমাদের বিদায়ের ক্ষণে, অশ্রুসিক্ত চোখে আপনাদের সামনে দাঁড়িয়েছি। প্রথম যেদিন এই প্রতিষ্ঠানের প্রাঙ্গণে পা রেখেছিলাম, মনে হয়েছিল এক বিশাল জ্ঞানসমুদ্রে এসে পড়েছি। আর আজ, সেই সমুদ্র পাড়ি দিয়ে আমরা নতুন দিগন্তের পথে যাত্রা করছি।
আমাদের শ্রদ্ধেয় শিক্ষকেরা কেবল বইয়ের পাতায় আমাদের সীমাবদ্ধ রাখেননি, তাঁরা শিখিয়েছেন কীভাবে নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে ভালো মানুষ হিসেবে বাঁচতে হয়। তাঁদের শাসন ও স্নেহ আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকবে। আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো সীমা নেই।
আর আমার প্রিয় বন্ধুরা, তোদের কথা কী বলবো! টিফিনের ভাগাভাগি থেকে শুরু করে পরীক্ষার আগের রাতে একসাথে পড়া, ক্যাম্পাসের আড্ডা—এই সবই জীবনের সেরা স্মৃতি হয়ে থাকবে। কত হাসি, কান্না, আর অভিমানের সাক্ষী এই প্রতিষ্ঠানের দেয়ালগুলো। এই বন্ধুত্ব যেন আজীবন অটুট থাকে, এই প্রত্যাশা করি।
চলার পথে আমাদের অজান্তে যদি কোনো ভুল হয়ে থাকে, বা কারো মনে কষ্ট দিয়ে থাকি, তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
পরিশেষে, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা প্রতিষ্ঠানের সুনাম করতে পারি এবং দেশের জন্য ভালো কিছু করতে পারি। আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ।
আমি একটি আইটি ফার্মের রিলেশনশীপ অফিসার। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিবিএ করছি। অবসর সময়ে লেখালেখি করি।