প্রশিক্ষণ শেষে সমাপনী বক্তব্য নমুনা

Spread the love

আজকের এই সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, প্রশিক্ষকবৃন্দ এবং এই প্রশিক্ষণের প্রাণ, আমার প্রিয় অংশগ্রহণকারীগণ।

সবাইকে আজকের এই সমাপনী পর্বে আন্তরিক শুভেচ্ছা।

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের [প্রশিক্ষণের সময়কাল]-ব্যাপী “[প্রশিক্ষণের বিষয়]”-এর উপর আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচি আজ সফলভাবে সমাপ্ত হতে চলেছে। এই দীর্ঘ পথচলায় আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শেখার আগ্রহ আমাদের মুগ্ধ করেছে এবং এই আয়োজনকে সার্থক করে তুলেছে।

আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে [প্রশিক্ষণের মূল উদ্দেশ্য, যেমন: দক্ষতা বৃদ্ধি, নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া, ইত্যাদি] চেষ্টা করেছি। আমাদের সুযোগ্য প্রশিক্ষকগণ তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে প্রতিটি সেশনকে প্রাণবন্ত ও কার্যকর করে তুলেছেন। আমি তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

অংশগ্রহণকারী ভাই ও বোনেরা, আমরা বিশ্বাস করি, এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা আপনারা নিজ নিজ কর্মক্ষেত্রে সফলভাবে প্রয়োগ করতে পারবেন। এর মাধ্যমে কেবল আপনার ব্যক্তিগত উন্নয়নই ঘটবে না, আমাদের প্রতিষ্ঠান তথা দেশও উপকৃত হবে। মনে রাখবেন, শেখা একটি চলমান প্রক্রিয়া। এই প্রশিক্ষণের শিক্ষাকে আপনারা আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা।

এই প্রশিক্ষণ আয়োজনে যারা পর্দার আড়াল থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় আমরা একটি সুন্দর আয়োজন সম্পন্ন করতে পেরেছি।

আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি।

আল্লাহ হাফেজ / নমস্কার।

Leave a Comment

Scroll to Top