শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা বিদায় অনুষ্ঠানের বক্তব্য

Spread the love

আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক/অধ্যক্ষ মহোদয়, আমার প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দ এবং আমার সবচেয়ে আদরের, আমার স্নেহের ছাত্র-ছাত্রীরা,

সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা, আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

আজ আমার অনুভূতি প্রকাশের ভাষা খুঁজে পাওয়া কঠিন। দীর্ঘ কর্মজীবনের শেষ প্রান্তে এসে যখন পেছনে ফিরে তাকাই, তখন একই সঙ্গে আনন্দ ও বিষাদের এক অদ্ভুত অনুভূতি কাজ করে। আনন্দ এই জন্য যে, পরম করুণাময়ের ইচ্ছায় শিক্ষকতার মতো এক মহান ব্রত পালন করে সম্মানের সাথে বিদায় নিতে পারছি। আর বিষাদ এই প্রিয় প্রাঙ্গণ, আমার সহকর্মী ও তোমাদের মতো অগণিত ছাত্র-ছাত্রীর মায়া ছেড়ে যাওয়ার জন্য।

অনেক বছর আগে, এক বুক স্বপ্ন আর আদর্শ নিয়ে এই বিদ্যাপীঠে একজন তরুণ শিক্ষক হিসেবে আমার পথচলা শুরু হয়েছিল। আমার লক্ষ্য ছিল শুধু পাঠ্যবইয়ের জ্ঞান বিতরণ নয়, বরং তোমাদের মনে নৈতিকতা, মানবিকতা ও জ্ঞানের আলো জ্বালিয়ে দেওয়া। কতটুকু সফল হয়েছি তা সময়ই বলে দেবে, কিন্তু আমি আমার সাধ্যমতো চেষ্টা করে গেছি।

এই দীর্ঘ সময়ে হাজারো ছাত্র-ছাত্রীর মুখ আমার সামনে এসেছে। তাদের কলরবে এই ক্লাসরুমগুলো মুখরিত হয়েছে, এই মাঠ প্রকম্পিত হয়েছে। তাদের সাফল্যই আমার শিক্ষক জীবনের সবচেয়ে বড় পুরস্কার ও অনুপ্রেরণা। যখন দেখি আমার কোনো ছাত্র সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশ ও মানুষের সেবা করছে, তখন গর্বে আমার বুক ভরে যায়। এর চেয়ে বড় প্রাপ্তি একজন শিক্ষকের জীবনে আর কিছু হতে পারে না।

আমার প্রিয় সহকর্মীরা ছিলেন আমার পথচলার সঙ্গী। আপনাদের সঙ্গে জ্ঞানচর্চা, আড্ডা আর বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়ানোর স্মৃতিগুলো আমার জীবনে অমূল্য সম্পদ হয়ে থাকবে। আপনাদের সহযোগিতা ছাড়া আমার এই দীর্ঘ পথচলা এত মসৃণ হতো না।

আর আমার ছাত্র-ছাত্রীরা, তোমরাই আমার শিক্ষকতা জীবনের প্রাণ। তোমাদের কৌতূহলী চোখ, নিষ্পাপ প্রশ্ন আর অফুরন্ত প্রাণশক্তি আমাকে প্রতিদিন নতুন করে অনুপ্রাণিত করেছে। তোমাদেরকে পড়াতে এসে আমি নিজেও প্রতিনিয়ত শিখেছি। তোমরা শুধু আমার ছাত্র নও, তোমরা আমার সন্তানের মতো। আমার শাসন বা কথায় যদি কখনো কষ্ট পেয়ে থাকো, তবে তা তোমাদের ভালোর জন্যই ছিল। আজ এই বিদায়বেলায় তোমাদের কাছে আমার অনুরোধ, নিজ গুণে আমাকে ক্ষমা করে দিও।

তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, কখনো শেখা থামিও না। পুঁথিগত বিদ্যার পাশাপাশি একজন ভালো, সৎ ও মানবিক গুণসম্পন্ন মানুষ হও। দেশ ও দশের সেবা করবে, এটাই আমার জীবনের শেষ আশা।

আজ আমি আনুষ্ঠানিকভাবে এই প্রতিষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আমার আত্মা ও ভালোবাসা এই প্রাঙ্গণেই থাকবে। আমার শুভকামনা ও আশীর্বাদ সবসময় তোমাদের সাথে থাকবে।

পরিশেষে, আমার জন্য এমন একটি সুন্দর বিদায় অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, আমার সহকর্মী এবং ছাত্র-ছাত্রীদের কাছে চিরকৃতজ্ঞ।

সবার মঙ্গল হোক। এই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ থাকুক। তোমরা সকলে জীবনে অনেক বড় হও।

সবাইকে ধন্যবাদ। ভালো থেকো।

Leave a Comment

Scroll to Top