আজকের এই সম্মাননা অনুষ্ঠানের মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় প্রধান অতিথি, বিশেষ অতিথিগণ, আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ/প্রধান শিক্ষক, আমাদের জ্ঞানপ্রদীপের শিখা শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, সম্মানিত অভিভাবকগণ এবং আমার প্রিয় বন্ধু ও সহপাঠীরা।
সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আজকের এই আনন্দঘন ও গৌরবময় মুহূর্তে, সকল শিক্ষার্থীর পক্ষ থেকে কিছু বলার সুযোগ পেয়ে আমি নিজেকে অত্যন্ত সম্মানিত বোধ করছি। আজকের এই সংবর্ধনা আমাদের জন্য কেবল একটি পুরস্কার বা স্বীকৃতি নয়, এটি আমাদের আগামী দিনের পথচলার অনুপ্রেরণা।
আমাদের আজকের এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান যাঁদের, তাঁরা হলেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাগণ। তাঁরা কেবল আমাদের পাঠ্যবইয়ের জ্ঞানই দেননি, বরং শিখিয়েছেন নৈতিকতা, মূল্যবোধ এবং স্বপ্ন দেখার সাহস জুগিয়েছেন। তাঁদের স্নেহ, শাসন এবং সঠিক দিকনির্দেশনা না পেলে আমরা হয়তো কখনোই এই সাফল্য অর্জন করতে পারতাম না। আমরা তাঁদের কাছে চিরঋণী।
এরপর আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের বাবা-মা ও পরিবারের সদস্যদের। তাঁদের নিঃস্বার্থ ত্যাগ, ভালোবাসা, ধৈর্য এবং অনুপ্রেরণা আমাদের প্রতিটি পদক্ষেপে শক্তি জুগিয়েছে। আমাদের সকল আবদার পূরণ করে এবং নিজেদের চাওয়া-পাওয়াকে দূরে সরিয়ে রেখে তাঁরা আমাদের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, তা ভোলার নয়। আজকের এই সাফল্য তাঁদের মুখে হাসি ফোটানোর একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র।
আমার প্রিয় বন্ধুদের কথা না বললেই নয়। একসাথে পড়ালেখা, একে অপরকে সাহায্য করা আর কঠিন সময়ে পাশে থেকে সাহস জোগানোর জন্য সকল বন্ধুদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা।
এই সাফল্য আমাদের দায়িত্বকে আরও অনেক বাড়িয়ে দিয়েছে। আমরা প্রতিজ্ঞা করছি যে, আমরা আমাদের অর্জিত জ্ঞান ও সম্মানকে দেশ ও দশের কল্যাণে কাজে লাগাব। এই প্রতিষ্ঠানের সুনাম যেন আমরা ভবিষ্যতেও অক্ষুণ্ণ রাখতে পারি, সেই চেষ্টা আমরা সর্বদা করে যাব।
আমাদের আগামীর পথচলার জন্য সকলের কাছে দোয়া/আশীর্বাদ প্রার্থী। আয়োজকদের এমন সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আবারও ধন্যবাদ।
সবাইকে ধন্যবাদ।
আমি একটি আইটি ফার্মের রিলেশনশীপ অফিসার। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিবিএ করছি। অবসর সময়ে লেখালেখি করি।


