সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, প্রিয় সিনিয়র ভাই-বোনেরা এবং উপস্থিত সবাই,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আজকের এই বিদায় অনুষ্ঠানে আপনাদের সবার সামনে কিছু কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আজ আমরা এমন একটি মুহূর্তে দাঁড়িয়ে আছি যা একই সাথে আনন্দ ও বেদনার, গর্ব ও বিষাদের।
বিদায়ের এই মুহূর্তে
প্রিয় সিনিয়র ভাই-বোনেরা, আজ আপনারা এই প্রতিষ্ঠানের গণ্ডি পেরিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। গত দুই বছর আপনারা এই প্রতিষ্ঠানকে আলোকিত করে রেখেছেন আপনাদের মেধা, মনন ও আন্তরিকতা দিয়ে। ক্লাসরুমের প্রতিটি বেঞ্চ, খেলার মাঠের প্রতিটি কোণ, ক্যান্টিনের আড্ডা – সবকিছুতেই আপনাদের স্মৃতি জড়িয়ে আছে।
যা শিখেছি আপনাদের কাছে
আপনারা শুধু আমাদের সিনিয়র নন, আপনারা আমাদের অনুপ্রেরণা। আপনাদের কাছ থেকে আমরা শিখেছি:
- কীভাবে স্বপ্ন দেখতে হয় এবং সেই স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করতে হয়
- কীভাবে কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে এগিয়ে যেতে হয়
- কীভাবে জুনিয়রদের ভালোবাসতে হয় এবং দায়িত্ব নিতে হয়
- কীভাবে নেতৃত্ব দিতে হয় এবং সবাইকে নিয়ে এগিয়ে যেতে হয়
স্মৃতির পাতা থেকে
কত স্মৃতি জড়িয়ে আছে আপনাদের সাথে! বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আপনাদের উৎসাহ, সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের পারফরম্যান্স, পরীক্ষার আগে আপনাদের দেওয়া টিপস – সবকিছু মনে পড়ছে। মাঝে মাঝে আমরা যখন হতাশ হয়েছি, আপনারা পাশে দাঁড়িয়েছেন। আমরা যখন বিপদে পড়েছি, আপনারা হাতে হাত রেখে এগিয়ে এসেছেন।
ভবিষ্যতের পথে
প্রিয় ভাই-বোনেরা, আজ থেকে আপনাদের জীবনে শুরু হবে নতুন এক যাত্রা। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিংবা জীবনের যে পথেই আপনারা হাঁটুন না কেন, আমরা বিশ্বাস করি আপনারা সফল হবেন। আপনাদের মেধা, প্রতিভা ও পরিশ্রম আপনাদের লক্ষ্যে পৌঁছে দেবে।
আমাদের অনুরোধ
- এই প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করবেন
- যেখানেই থাকুন না কেন, আমাদের কথা মনে রাখবেন
- মাঝে মাঝে এসে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন
- আমরা যাতে সঠিক পথে এগিয়ে যেতে পারি, সেজন্য গাইড করবেন
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
প্রিয় সিনিয়র ভাই-বোনেরা, আপনাদের অবদানের জন্য আমরা চিরকৃতজ্ঞ। আপনারা আমাদের জীবনে অবিস্মরণীয় এক অধ্যায় রচনা করে গেছেন। আপনাদের প্রতিটি পদক্ষেপ সফল হোক, প্রতিটি স্বপ্ন বাস্তবায়িত হোক – এই প্রার্থনা করি।
বিদায়ের কথা
আজ বিদায় বলছি, কিন্তু বিদায় কখনো চূড়ান্ত নয়। আমাদের হৃদয়ে আপনারা চিরকাল থাকবেন। এই প্রতিষ্ঠানের দেয়ালে আপনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যখনই ফিরে আসবেন, আপনাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা থাকবে।
জীবনের পথ কুসুমাস্তীর্ণ না-ও হতে পারে, কিন্তু আপনারা যে দৃঢ়তা ও আত্মবিশ্বাস দেখিয়েছেন, তা দিয়ে সব বাধা অতিক্রম করতে পারবেন। আমরা আপনাদের সাফল্যের জন্য দোয়া করব।
শেষ করছি এই বলে – আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সফল হোন। আল্লাহ আপনাদের সহায় হোন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনাদের চিরকৃতজ্ঞ জুনিয়র
আমি একটি আইটি ফার্মের রিলেশনশীপ অফিসার। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিবিএ করছি। অবসর সময়ে লেখালেখি করি।